নারীর মৃত্যু: নেপথ্যে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার অভিযোগঃ অভিযানে থাকা কর্মকর্তাদের নাম চান হাইকোর্ট

Total Views : 293
Zoom In Zoom Out Read Later Print

তিনি ভূমি কার্যালয়ের একজন সামান্য কর্মচারী। এলাকায় তার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের অভিযোগ নেই।

মতিউর রহমান:
সারাদেশের মানুষের মনে নাড়া দিয়েছে  নওগাঁ শহরে আটকের পর র‌্যাবের হেফাজতে সুলতানা জেসমিন (৪৫) নামের এক নারীর মৃত্যু। সাধারন মানুষ ভীত। কিন্তু একটা কথা হলো সত্যি ঘটনাটি কাকতালীয়। কারন চিকিৎসকরা কোন আলাদা আঘাতের চিহৃ পায়নি বললেও ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদন তলব করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সুলতানা জেসমিন র‌্যাবের কোন কর্মকর্তার অধীনে ছিলেন তাদের নামের তালিকা আদালতে দাখিল করতে বলা হয়েছে।
২৯ মার্চ, ২০২৩ইং মঙ্গলবার সকালের মধ্যে রাষ্ট্রপক্ষকে এ রিপোর্ট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেছেন, দেশের আপামর জনগণ তাকিয়ে আছে ন্যায়বিচার দেখতে। আর আমরা আছি ন্যায়বিচার করতে।
প্রসঙ্গত, সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন। র‌্যাবের দাবি, প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য গত বুধবার সুলতানা জেসমিনকে আটক করা হয়। আটকের পর অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। তবে স্বজনদের অভিযোগ, হেফাজতে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।
সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনাটি সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক। এরপর হাইকোর্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারি অ্যাটর্নি  জেনারেল আবুল কালাম খান দাউদকে ১৫ মিনিটের মধ্যে খোঁজ নিয়ে জানাতে বলেন যে, এ মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা?
এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। তারা (ভুক্তভোগীর পরিবার) কোনো মামলা করেনি। তখন হাইকোর্ট বলেন, কেন তারা মামলা করবেন? রাষ্ট্রের কী দায়িত্ব নেই? দেশজুড়ে এ ইস্যুটি নিয়ে আলোচনা হচ্ছে।
একপর্যায়ে হাইকোর্ট রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বলেন, আমরা ভুক্তভোগী নারীর ময়নাতদন্ত ও সুরতহাল রিপোর্ট দেখব, সেটা আগামীকাল (মঙ্গলবার) নিয়ে আসবেন। আর ওই নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে কোন কোন কর্মকর্তা ছিলেন তাদের সবার নাম-পরিচয় আমাদের সামনে নিয়ে আসবেন। আমরা দেখতে চাচ্ছি এ ঘটনার সঙ্গে আইনের কোনো গাফিলতি আছে কিনা।
এসময় হাইকোর্ট বলেন, জনগণ তাকিয়ে আছে ন্যায়বিচার দেখতে। আর আমরা আছি ন্যায়বিচার করতে। এরপর আদালত এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। পরে সহকারি অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ যুগান্তরকে বলেন, একজন আইনজীবী নারীর মৃত্যুর বিষয়টি হাইকোর্টের নজরে আনেন। আমাকে এ বিষয়ে খোঁজ নিতে বললে আমি আদালতকে অবহিত করি।  পরে আদালত ওই নারীর ময়নাতদন্ত,  সুরতহাল রিপোর্ট দেখতে মঙ্গলবার দিন ধার্য করেন। এছাড়া ওই নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে কোন কোন কর্মকর্তা ছিলেন তাদের সবার নাম-পরিচয় জানাতে বলেছেন আদালত।
উল্লেখ্য যে, RAB হেফাজতে সুলতানা জেসমিন (৪৫) নামের এক নারীর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তোলপাড় চলছে সুলতানাকে আটকের নেপথ্যে রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক এনামুল হকের অভিযোগ রয়েছে বলে জানা গেছে তার মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতেই RAB ২২ মার্চ সকালে জেসমিনকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায়
পরে ২৩ মার্চ এনামুল হক রাজশাহী রাজপাড়া থানায় সুলতানার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন; যার নাম্বার ১৬/২৩ RAB হেফাজতে গত শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতানা জেসমিনের মৃত্যু হয়। জানা গেছে, সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহায়ক পদে চাকরি করতেন
নিহত সুলতানার মামা নওগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর নাজমুল হক বলেন, তার ভাগনি বুধবার সকালে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হন ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে মুক্তির মোড় থেকে একটি সাদা মাইক্রোবাসে র্যাবের লোকজন তাকে ধরে নিয়ে যায় তবে তাকে ্যাবের কোনো ক্যাম্প নেওয়া হয়, সে ব্যাপারে তারা কিছুই জানতেন না দুপুর ১২টার পর জানতে পারেন সুলতানা সদর হাসপাতালে চিকিৎসাধীন সেখানে গিয়ে তিনি ্যাবের লোকজন দেখেন; কিন্তু ভাগনি কোনো কথা বলতে পারছিলেন না কিছুক্ষণ পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয় যদিও লাশ হস্তান্তর করা হয়েছে শনিবার দুপুরের পর
তিনি আরও বলেন, ১৭ বছর আগে সুলতানার সঙ্গে তার স্বামীর ছাড়াছাড়ি হয় এরপর এক সন্তানকে নিয়ে অত্যন্ত কষ্ট করে বড় করছিলেন তিনি শহরের জনকল্যাণ এলাকায় একটা ভাড়া বাড়িতে থেকে ছেলেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাচ্ছিলেন তিনি ভূমি কার্যালয়ের একজন সামান্য কর্মচারী এলাকায় তার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের অভিযোগ নেই
আটকের পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন দ্রুত তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে রাজশাহীতে নেওয়ার পরামর্শ দেন; কিন্তু রাজশাহীতে নেওয়ার পর তার অবস্থা আরও খারাপ হয় শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্টোক করে তিনি মারা যান আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়
নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মৌমিতা জলিল বলেন, বুধবার দুপুরে অসুস্থ অবস্থায় এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন জরুরি বিভাগে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় প্রাথমিকভাবে ওই রোগী হৃদরোগে আক্রান্ত বলে শনাক্ত করা হয় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহীতে পাঠানো হয় ওই সময় তার শরীরে কোনো চিহ্ন ছিল না
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এফ এম শামীম আহাম্মদ বলেন, তারা যতটুকু জানতে পেরেছেন, ্যাবের জিজ্ঞাসাবাদের সময় ওই নারী পড়ে গিয়ে মাথায় আঘাত পান তারপর তাকে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় সিটি স্ক্যান করে তারা জানতে পেরেছেন, মস্তিষ্কে রক্তক্ষরণে ওই রোগীর মৃত্যু হয় তার মাথায় ছোট্ট একটি লাল দাগ ছিল শরীরে অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি
তবে নিহত সুলতানার ছেলে শাহেদ হোসেন সৈকত বলেন, ‘আমার মা চক্রান্তের শিকার হয়েছেন ্যাবের হেফাজতে থাকা অবস্থায় তার ওপর নির্যাতন চালানো হয়েছে যার কারণে তার মৃত্যু হয়েছে
নিহত সুলতানা জেসমিনের সহকর্মী কাজী রাফিউল জানান, জেসমিন আমাদের অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন তিনি সময়মতো অফিস করতেন কখনো তার কোনো অনিয়ম আমার চোখে পড়েনি সে সৎভাবে জীবনযাপন করতেন অফিসে আসার পথে একজন সরকারি চাকরিজীবীকে এভাবে তুলে নিয়ে যাওয়া ঠিক হয়নি এভাবে একজন সরকারি চাকরিজীবীর মৃত্যু মেনে নেওয়া যায় না   বিষয়ে নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান, সুলাতানা জেসমিনকে RAB হেফাজতে নেওয়ার আগে আমাদের অবগত করা হয়নি কী কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত হওয়া প্রয়োজন
নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে কিনা জানতে চাইলে নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ বা মামলা করতে আসেনি তবে অভিযোগ করলে বিষয়টি আমলে নেওয়া হবে
বিষয়ে রাজশাহী রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রহুল আমিন জানান, রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক মো. এনামুলক হক সুলতানা জেসমিনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন গত ২৩ মার্চ তিনি মামলা করেন এর বাইরে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। 
ক্রাইম ডায়রি/সুত্রঃ জাতীয় সকল গণমাধ্যম ও সরেজমিন

See More

Latest Photos