সিরাজগঞ্জ হতে ছেড়ে যাওয়া ট্রলার বরিশালে আড়িয়াল খাঁ নদীতে তলিয়ে গেছেঃ তিনজনের লাশ উদ্ধার

Total Views : 800
Zoom In Zoom Out Read Later Print

সিরাজগঞ্জ থেকে ট্রলারে করে চরমোনাই মাহফিলের উদ্দেশে আসছিলো কিছু মুসল্লি। চরমোনাইয়ের কাছাকাছি পৌঁছালে অধিক স্রোতে সামলাতে না পেরে ট্রলারটি ডুবে যায়।


বরিশাল সংবাদদাতাঃ
সিরাজগঞ্জ হতে চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রলার বরিশালের আড়িয়াল খাঁ নদীতে মঙ্গলবার দিবাগত রাতে ৩০ জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
বরিশাল নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম বলেন, রাত ১টার দিকে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। চারজনের নিখোঁজের খবর ছিল আমাদের কাছে। ইতোমধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
সিরাজগঞ্জ হতে চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রলার বরিশালের আড়িয়াল খাঁ নদীতে মঙ্গলবার দিবাগত রাতে ৩০ জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
বরিশাল নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, সিরাজগঞ্জ থেকে ট্রলারে করে চরমোনাই মাহফিলের উদ্দেশে আসছিলো কিছু মুসল্লি। চরমোনাইয়ের কাছাকাছি পৌঁছালে অধিক স্রোতে সামলাতে না পেরে ট্রলারটি ডুবে যায়। অনেকে পুরাতন অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ করেছেন। 
ক্রাইম ডায়রি// জেলা

See More

Latest Photos