কক্সবাজার নরসিংদীতে নির্বাচন মাঠে গোলাগুলি, নিহত ৪

Total Views : 847
Zoom In Zoom Out Read Later Print

গরম ভোটের মাঠ। ভোটের উৎসবে সারাদেশ মুখরিত। রাজনীতির বাইরে এসে দীর্ঘসময় পর মানুষ এই আনন্দ উপভোগ করছে। কিন্তু অবস্থা গরম ও বেগতিকও কোথায়ও কোথায়ও। নিভৃতে ভোট হচ্ছে বগুড়া জেলার শেরপুর থানার সীমাবাড়ি ইউপির ধনকুন্ডি কেন্দ্রে। ক্রাইম ডায়রির উত্তরাঞ্চলীয় কার্যালয়ের পাশে অবস্থিত এই কেন্দ্রে লড়াই হচ্ছে সামাজিক ভাবে। সুদীর্ঘকাল ধরে একই সুত্রে গাঁথা পরিবারের সদস্যদের মধ্যে হচ্ছে লড়াই। তবে সেটা খুব ঠান্ডা ও আনন্দদায়ক।


কক্সবাজার নরসিংদীতে নির্বাচন মাঠে গোলাগুলি, নিহত ৪
গুলিবিদ্ধ মেম্বরপ্রার্থীর চাচাত ভাই

twitter sharing buttonগরম ভোটের মাঠ। ভোটের উৎসবে সারাদেশ মুখরিত। রাজনীতির বাইরে এসে দীর্ঘসময় পর মানুষ এই আনন্দ উপভোগ করছে। কিন্তু অবস্থা গরম ও বেগতিকও কোথায়ও কোথায়ও। নিভৃতে ভোট হচ্ছে বগুড়া জেলার শেরপুর থানার সীমাবাড়ি ইউপির ধনকুন্ডি কেন্দ্রে। ক্রাইম ডায়রির উত্তরাঞ্চলীয় কার্যালয়ের পাশে অবস্থিত এই কেন্দ্রে লড়াই হচ্ছে সামাজিক ভাবে। সুদীর্ঘকাল ধরে একই সুত্রে গাঁথা পরিবারের সদস্যদের মধ্যে হচ্ছে লড়াই। তবে সেটা খুব ঠান্ডা ও আনন্দদায়ক।

কক্সবাজার সংবাদদাতাঃ

গরম ভোটের মাঠ। ভোটের উৎসবে সারাদেশ মুখরিত। রাজনীতির বাইরে এসে দীর্ঘসময় পর মানুষ এই আনন্দ উপভোগ করছে। কিন্তু অবস্থা গরম ও বেগতিকও কোথায়ও কোথায়ও। নিভৃতে ভোট হচ্ছে বগুড়া জেলার শেরপুর থানার সীমাবাড়ি ইউপির ধনকুন্ডি কেন্দ্রে। ক্রাইম ডায়রির উত্তরাঞ্চলীয় কার্যালয়ের পাশে অবস্থিত এই কেন্দ্রে লড়াই হচ্ছে সামাজিক ভাবে। সুদীর্ঘকাল ধরে একই সুত্রে গাঁথা পরিবারের সদস্যদের মধ্যে হচ্ছে লড়াই। তবে সেটা খুব ঠান্ডা ও আনন্দদায়ক। একই ভাবে গরম ও উত্তেজনাকর লড়াইও চলছে অনেক জায়গায়। 

কক্সবাজার সদরের ভোট কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আক্তারুজ্জমান পুতু (৩৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খুরুশখুল তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই মেম্বার প্রার্থী শেখ কামাল ও বাবুলের সমর্থকদের গোলাগুলির এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। নিহত খুরুশকুল ১নং ওয়ার্ডের তেতৈয়া এলাকার  মমতাজ আহমেদের ছেলে এবং মেম্বার প্রার্থী শেখ কামালের চাচাতে ভাই বলে জানা গেছে। তবে এই ভোটে কোন দলীয় প্রভাব নেই। স্থানীয় গরমে এমন মারামারি ও গোলাগুলি বলে জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা। কক্সবাজার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ক্রাইম ডায়রিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোলাগুলির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

এদিকে নরসিংদীর রায়পুরার প্রত্যন্ত চরাঞ্চল বাঁশগাড়িতে ভোটকেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত হয়েছেন। নভেম্বর ১১, ২০২১ইং  বৃহস্পতিবার ভোরে রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ নিয়ে নরসিংদীতে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় সাতজনের মৃত্যু হলো। বাঁশগাড়ী গ্রামের হিকিম মিয়ার ছেলে সালাউদ্দিন মিয়া (৪৫), একই এলাকার সিরাজ মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) ও হক মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৭) । এর মধ্যে সালাউদ্দিন ও জাহাঙ্গীর রাশগাড়ী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাতুল হাসান জাকিরের সমর্থক। আর দুলাল বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আশ্রাফুল হকের সমর্থক

পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, আজ সকাল ৮টা থেকে বাঁশগাড়ি ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এই ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রতীকে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান মোঃ আশরাফুল হক। অন্যদিকে, আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে নির্বাচনের মাঠে আছেন জাকির হোসেন। নিহত সালাউদ্দিনের পরিবারের সদস্যদের ভাষ্য, সালাউদ্দিন গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। নির্বাচনে ভোট দেয়ার জন্য গতকাল বুধবার রাতে তিনি বাড়ি ফেরেন। ভোট দেয়ার আগেই লাশ হলেন তিনি। আশরাফুল হকের লোকজন বাড়িতে এসে সালাউদ্দিনকে গুলি করে হত্যা করেছে বলে তাদের অভিযোগ।

ক্রাইম ডায়রি// জাতীয়

See More

Latest Photos