হিজড়াদের জন্য মাদ্রাসা চালুঃ ২৮ তম শাখা উদ্বোধন

Total Views : 835
Zoom In Zoom Out Read Later Print

দাওয়াতুল কুরআন একটি ব্যতিক্রমী মাদ্রাসা। তাদের উদ্যোগ বদলে দিতে পারে চিন্তাধারা।।

মহানগর সংবাদদাতাঃ

ব্যতিক্রমী উদ্যোগের জন্য প্রশংসায় ভাসছে দাওয়াতুল কুরআন মাদ্রাসা কতৃপক্ষ।  সম্প্রতি সকল বাঁধাকে উপেক্ষা করে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর কুরআন শিক্ষা দেওয়ার জন্য রাজধানীর শ্যামপুরে আরও একটি শাখা খুলেছে দাওয়াতুল কুরআন মাদ্রাসা।

নভেম্বর ২,২০২১ইং মঙ্গলবার বিকালে রাজধানীর  শ্যামপুরে মাদ্রাসাটির ২৮তম শাখার কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে শহর সমাজসেবা কার্যক্রম-১ এর কর্মকর্তা মোহাম্মদ নূর ইসলাম তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উদ্দেশে তার বক্তব্যে বলেন, মৃত্যুর পর যে প্রশ্ন করা হবে- তা সবার জন্য একই। উত্তরগুলোও সবাইকে দিতে হবে।

অনেক সংগঠনই আপনাদের জন্য কাজ করে। কিন্তু তারা (দাওয়াতুল কুরআন মাদ্রাসা) আপনাদের জন্য যে কাজটি করছে, সেটি সবচেয়ে প্রয়োজনীয়।

মাদ্রাসাটির মহাপরিচালক মুফতি মুহাম্মদ আবদুর রহমান আজাদ বলেন, কালিমা-নামাজ পড়ে, আল্লাহকে খুশি করে, রাসুলপাকের (সা.) তরিকা মোতাবেক যাতে কবরে যেতে পারি- এই উদ্দেশ্যে আমরা ঢাকায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য মাদ্রাসা কার্যক্রম শুরু করেছি।

তাদের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছানো খুবই জরুরি। কারণ বিভিন্ন জায়গায় তৃতীয় লিঙ্গের মানুষেরা মসজিদে ইমাম সাহেবকে বলার পরও তাদের কুরআন শিক্ষা দিতে রাজি হননি বলে জানান তিনি। 

ক্রাইম ডায়রি // জাতীয়

See More

Latest Photos