বঙ্গকন্যার বিদেশ ট্যূরঃ দ্বিপাক্ষিক তিন চুক্তি সইঃ ৩৩০ মিলিয়ন ইউরো সহয়তা দিবে প্যারিস

Total Views : 911
Zoom In Zoom Out Read Later Print

একের পর এক সাফল্যের গল্প বঙ্গকন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফর। তিনি যখনেই কোন না কোন সফরে যান বিশ্বনেতারা তাকে মুল্যায়ন করেন। সহযোগীতার হাত বাড়িয়ে দেন। সম্প্রতি তার চলমান সফরে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে ৩টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে সহায়তা হিসেবে ৩৩০ মিলিয়ন ইউরো দেবে প্যারিস।


বঙ্গকন্যার বিদেশ ট্যূরঃ দ্বিপাক্ষিক তিন চুক্তি সইঃ ৩৩০ মিলিয়ন ইউরো সহয়তা দিবে প্যারিস
ছবি-অনলাইন হতে সংগৃহীত
Bangakanya's foreign tour: Bilateral signing of three agreements: Paris to provide 330 million Euros
ক্রাইম ডায়রি ডেস্কঃ
একের পর এক সাফল্যের গল্প বঙ্গকন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফর। তিনি যখনেই কোন না কোন সফরে যান বিশ্বনেতারা তাকে মুল্যায়ন করেন।   সহযোগীতার হাত বাড়িয়ে দেন। সম্প্রতি তার চলমান সফরে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে ৩টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে সহায়তা হিসেবে ৩৩০ মিলিয়ন ইউরো দেবে প্যারিস।

ফ্রান্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরকালে এসব চুক্তি সই হয়।  ফ্রান্সের আমন্ত্রণে বর্তমানে প্যারিস আছে শেখ হাসিনাসহ তার সফরসঙ্গীরা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।  তিনি বলেন, প্যারিস যে ৩৩০ মিলিয়ন ইউরো দেবে তার মধ্যে এজেন্সি ফ্রান্স ডেভলপমেন্ট (এএফডি) মহামারি মোকাবিলায় আর্থিক সহায়তার জন্য ২০০ মিলিয়ন ইউরো দেবে এবং ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টের জন্য দেবে ১৩০ মিলিয়ন ইউরো।  তিনি জানান, প্রকল্পটি ইতোমধ্যে চালু করা হয়েছে এবং কার্যক্রম এখন চলছে। 

ইআরডি সচিব জানান, নতুন ৩৩০ মিলিয়ন ইউরো সহায়তা নিয়ে বাংলাদেশকে এএফডির দেওয়া মোট সহায়তা ১ বিলিয়ন ইউরো ছাড়ালো।  এর আগেও সংস্থাটি ৮০০ মিলিয়ন ইউরো দিয়েছে। তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হচ্ছে এএফডি’র সবচেয়ে বেশি সহায়তা প্রাপ্ত দেশ। প্যারিসে চুক্তি স্বাক্ষরের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এর আগে দীর্ঘদিন ধরে বয়ে চলা রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে জোরালোভাবে থাকার আশ্বাস দেয় ফ্রান্স।  স্থানীয় সময় বুধবার প্যারিস সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ আশ্বাস দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে বাংলাদেশ যে দাবি করে আসছে তাতে জোরালো সমর্থন দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।  ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়ে বলেছেন, আমরা সিরিয়াসলি আপনাদের সঙ্গে থাকব এবং রোহিঙ্গা সঙ্কটের যেন সমাধান হয়, সেজন্য আমরা জাতিসংঘের স্থায়ী সদস্য হিসেবে সেখানে ভূমিকা রাখব।

ক্রাইম ডায়রি/জাতীয়

See More

Latest Photos