মোঃ শাহাদত হোসেন ভ্রাম্যমান প্রতিনিধিঃ
বগুড়া শেরপুর উপজেলা সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে ডেংঙ্গু মশক নিধন পরিচ্ছন্নতা ও গুজব ছেলেধরা উপর এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মশক নিধনের উপড় গুরুত্বপূর্ণ আলোচনা করেন সীমাবাড়ী ইউনিয়ন সুনামধন্য সফল চেয়ারম্যান শ্রী যুক্ত বাবু গৌরদাস রায় চৌধুরী। তিনি সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে বলেন, আমরা সবাই সাধারন মানুষকে ডেংঙ্গু মশা নিধনের ব্যাপারে সচেতন কর।। বাড়ীর আশে পাশে নর্দমা পরিস্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কারো ডেঙ্গু জ্বর হলে তাকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সুচিকিৎসার জন্য হাসপাতালে পাঠাবো।তিনি আরো বলেন, বর্তমান সারা বাংলাদেশে ছেলেধরা গুজব ছড়িয়ে পড়েছে আপনারা কেউ এই গুজবে কান দিবেন না।
কাউকে সন্দেহ হলে – চেয়ারম্যানকে অবগত করবেন। গনপিটুনি দিবেন না। এই গুলো গুজব ও মিথ্যা কথা – আপনারা গুজবে কান দিবেন না। আমার ইউনিয়নে এই ছেলেধরা গুজবে মাইকিং করে দেওয়া হয়েছে। মশক নিধন ও পরিচ্ছন্নতা উপলক্ষ্যে আলোচনা সভায় উপস্হিত ছিলেন–সচিব লিটন কুমার দত্ত,, সদস্য -মোঃ আব্দুল লতিফ ফকির , মোঃ রেজাউল করিম, মোঃ শহিদুল ইসলাম , মোঃ জহুরুল ইসলাম, মোঃ আমজাদ হোসেন, মোঃ হোসেন আলী মহিলা সদস্যা—মোছাঃ মাজেদা খাতুন, মোছাঃ ফেরদৌসি পারুলসহ ইউনিয়ন কাজী মাওলানা মোঃ আলমগীর হোসাইন, ব্যবসায়ী প্রতিনিধি মোঃ শাজাহান আলী, জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি ও অনলাইন দৈনিক ক্রাইম ডায়রির ভ্রাম্যমাণ সংবাদদাতা- মোঃ শাহাদত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্রাইম ডায়রি///জেলা//স্বাস্থ্যসেবা